এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ভারতের পর এবার শক্তিশালী ইরানের কাছেও ২-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে লড়াইটা ভালোই করেছে তারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৫তম মিনিটে লিপির গোলে এগিয়েও যায় তারা। প্রথমার্ধের খেলা শেষে ব্যবধান ছিল ১-০।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আধিপত্য বজায় রেখেছিল মেয়েরা। কিন্তু ৫৯তম মিনিটে কর্নার থেকে হেড করে ইরানকে সমতায় ফেরান ঘাসেমি। ৭০তম মিনিটে পেনাল্টি থেকে ইরানের জয়সূচক গোলটি করেন গেরাইলি। এই জয়ে শীর্ষে থেকে বাছাইপর্ব পার হলো ইরান।