বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। অপারেশন করতে টানা তিন ঘণ্টা সময় লাগে। সোমবার দুপুর সোয়া ১২টায় অপারেশন শুরু হয়ে সোয়া ৩টায় শেষ হয়। ল্যাব এইড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. লুৎফর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি মেডিকেল টিম এ সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন।
অপারেশন শেষে ডা. লুৎফর রহমান সাংবাদিকদের জানান, অত্যন্ত সফলভাবে কবি নির্মলেন্দু গুণের অস্ত্রোপচার শেষ হয়েছে। তার হৃদপিণ্ডে তিনটি ব্লক ছিল। তবে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়ায় তাকে বিপদ মুক্ত করা সম্ভব হয়েছে।
ডা. লুৎফর জানান, অন্য কোন জটিলতা না থাকলে ৭ দিনের মধ্যে কবি সুস্থ হয়ে উঠবেন।
তিনি আরো বলেন, কবির সফল অপারেশন সম্পন্ন করতে টানা তিন ঘন্টা সময় লেগেছে। সোয়া ১২টায় অপারেশন শুরু হয়ে একটানা চলে সোয়া ৩টা পর্যন্ত।
এক প্রশ্নের জবাবে ডা. জানান, বর্তমানে কবি অপারেশন থিয়েটারেই রয়েছেন। ৩/৪ ঘণ্টা পর তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আজ সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন দেশের খ্যাতিমান এ কবিকে দেখতে যান।
এ সময় শাকিল কবিকে জানান, প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে কবির শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।
কবি নির্মলেন্দু গুণ শনিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রোববার দুপুর থেকে অসুস্থতার মাত্রা বেড়ে গিয়ে শ্বাস কষ্ট শুরু হলে তাকে দ্রুত রাজধানীর ঝিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষা করে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায় এবং বেশ কয়েকটি ব্লকও ধরা পরে। এরপরই বাংলা সাহিত্যের বিশিষ্ট এই কবিকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।