চুরির করে ধরা পড়লেন মার্কিন অভিনেত্রী

আমান্ডা বাইনেসের দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। সেলুলয়েডে দীর্ঘ অনুপস্থিতির পর এবার আলোচনায় এলেন নিউ ইয়র্কের এক বিলাসবহুল দোকানে চুরির দায়ে ধরা পড়ে।

নিউ ইয়র্ক ডেইলি নিউজ বলছে, ঘটনাটি ঘটে ৮ই অক্টোবর বিকেলে। ডিজাইনার বুটিক ‘বার্নি’স’-এ কেনাকাটা করতে এসেছিলেন বাইনেস। সেখানে একটি টুপি পছন্দ হয় তার। কিন্তু মূল্য পরিশোধ না করেই টুপিটি নিয়ে দোকান থেকে বেরিয়ে যান তিনি।

বাইনেস বলছেন, চুরি করেননি তিনি। গাড়িতে ভুল করে টাকার ব্যাগটি রেখে আসায় ড্রাইভারের খোঁজে বেরিয়েছিলেন তিনি। আর দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় তার হাতে ছিল ২০০ ডলার মূল্যের সেই টুপিটি।

টিএমজি বলছে, টুপি হাতে বের হয়ে যাওয়ার সময় দোকানের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। ক্যামেরায় আরও দেখা যায়, উপস্থিত ক্রেতাদের সামনে নিজের দেহরক্ষীর সঙ্গে অশ্লীল ভঙ্গীতে নাচতে শুরু করেছেন তিনি।

অবশ্য পুরো বিষয়টিকেই ভুল বুঝাবুঝি বলে অভিহিত করছেন বাইনেস। তিনি বলছেন, দোকানের ভেতর একজন মহিলা জোর করে তার ছবি তোলার চেষ্টা করছিল তাই টুপিটি হাতে নিয়েই বেরিয়ে যান তিনি।

অবশ্য এবারই প্রথম বিতর্কের জন্ম দিয়ে শিরোনাম হননি বাইনেস। মাদক গ্রহণের কারণে একাধিকবার গ্রেফতার হওয়া থেকে শুরু করে টুইটারে সহকর্মীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করেও সমালোচিত হয়েছেন তিনি।

২০১০ সালের পর থেকে এখন পর্যন্ত কোনো সিনেমায় দেখা যায়নি ‘হোয়াট আ গালর্ ওয়ান্টস’, ‘শি’স দ্য ম্যান’-এর মতো সিনেমার এই অভিনেত্রীকে। ২০১২ সালে সিনেমা থেকে অবসর নেওয়ারও ঘোষণা দেন তিনি।

Developed by: