বলিউডে এন্ট্রি নিচ্ছেন দিলীপ কুমারের নাতনি

8a1f5205c134ff3cd6358397a8531e2bসায়রা বানোর নাতনি এবার অজয় দেবগণের সঙ্গে ‘শিবায়’ ছবিতে কাজ করতে চলেছেন৷ নতুন এই অভিনেত্রীর নাম সায়েশা৷ ইনি সায়রা বানোর ভাই শাহীন আহমেদের নাতনি ও অভিনেতা সুমিত সহগলের মেয়ে৷ নতুন এই ছবির প্রযোজক ও পরিচালক অজয় দেবগন৷

সূত্র অনুযায়ী, এই ছবিতে বলিউডের বেশ কিছু অভিনেত্রীর নজর ছিল৷ কিন্তু অজয় এই ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন৷ অনেকগুলি অডিশন হওয়ার পর অজয় সায়েশাকে এই ছবির জন্য বেছেছেন৷

সায়েশার কাছে অজয় দেবগণের মত বড় অভিনেতার ছবিতে ডেবিউ করা অবশ্যই একটা বড় চান্স৷ সায়েশার বাবা সুমিত সহগল ৯০ দশকের অভিনেতা ছিলেন যিনি ‘সৌদা’, ‘স্বর্গ যেয়সা ঘর’, ‘আপনা দেশ পরায়া লোগ’ ইত্যাদি ছবিতে কাজ করেছেন৷

Developed by: