আমেরিকার লুইজিআনার ১৩ বছর বয়সী অ্যালিসা কার্সন প্রথম মানুষ হিসেবে মঙ্গল গ্রহে যেতে চায়।
মঙ্গলে যাবার কথা শুনে অনেকেই হয়ত ভয়ে কাঁপতে শুরু করবে কিন্তু অ্যালিসা ঠিক এর উল্টো। সে যেতে চায় কারণ এখন পর্যন্ত কেউ সেখানে যায়নি।
সে গোগো নিউজকে বলে,”আমি মঙ্গল গ্রহে যেতে চাই কারণ এখন পর্যন্ত এ গ্রহে কেউ পা রাখেনি। এটি এখনও মরুময় এবং আমি এখানে প্রথম পা রাখতে চাই।
“আমি মনে করি আমার সামনে একটি বিশাল সুযোগ আছে মঙ্গল গ্রহে যাওয়ার কারণ আমি এখন পর্যন্ত প্রায় ৯ বছর ট্রেনিং করেছি। আমি যত বড় হব এবং যত বেশি শিখবো আমার দক্ষতা তত বাড়বে এবং অন্যান্য মানুষের তুলনায় আমি এগিয়ে থাকবো।”
সে নিয়মিত নাসার বিভিন্ন অনুষ্ঠানে ও স্পেস ক্যাম্পে অংশ নিয়ে অন্যান্য শিশুদের সামনে বক্তব্য দেয় যাতে তারা উৎসাহিত হয়ে নিজেদের স্বপ্নকে সত্যি করতে পারে।
তাকে নিয়ে করা বিবিসির শর্ট ফিল্ম ‘ফেইলিওর ইজ নট অ্যান অপশন’ এ সে বলে, “আমি এমন কিছু আশা করি না যা আমাকে মঙ্গলে যেতে বাধা দেবে।”
কার্সনের বাবা ব্রেট জানান, তাদের ইচ্ছা আছে আগামী ২০ বছর পর ২০৩৩ সালে তাকে মঙ্গলে পাঠান।
তবে সে প্রথম নাও হতে পারে কারণ ২০২৩ সালের মধ্যেই মঙ্গল গ্রহকে মানুষের উপযোগী করে মানুষ পাঠানোর আশা করা হচ্ছে। তবুও সে আশা ছেড়ে দেয়নি।
মঙ্গল থেকে অ্যালিসা ফিরতে পারবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। তবুও সে যাবে এবং তার একমাত্র ইচ্ছাই হলো মঙ্গলে যাওয়া।
ততদিন পর্যন্ত ওর ইচ্ছা হল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া এবং ফ্রান্সের আন্তর্জাতিক মহাকাশ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী নিয়ে এস্ট্রোফিজিক্স বা এস্ট্রোবায়োলজিতে ডক্টরেট করা।