মহানবি সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম,পবিত্র হজ ও তবলিগ জামাত নিয়ে কটূক্তির কারনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বিচারের আওতায় আনতে ২০ দিনের আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটের ভিতরে এক সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগরের আহবায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী এ আলটিমেটাম দেন।
নূর হোসাইন কাসেমী বলেন, নাস্তিক-মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাস করে লতিফ সিদ্দিকীদের ফাঁসিতে ঝুলাতে হবে। আগামী ২০ দিনের মধ্যে এ বিধান পাস করে লতিফ সিদ্দিকীকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘তা না হলে তৌহিদি জনতা মাঠে নামতে বাধ্য হবেন।’
লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জোহরের নামাজের পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা বাউন্ডারির ভেতরেই বিক্ষোভ সমাবেশ করেন।

