লতিফ সিদ্দীকির বক্তব্যের প্রতিবাদে দণি সুরমার লালাবাজারে ৩০ গ্রামবাসীর বিােভ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

New Imageমহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে দণি সুরমা ও বিশ^নাথের মধ্যবর্তী ৩০ গ্রামবাসীর উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, বিােভ মিছিল-সমাবেশ ও লতিফ সিদ্দীকির কুশপুত্তলিকা পুড়ানো হয়।
গতকাল শুক্রবার বাদ জু’মা বিশ^নাথের মুন্সিবাজার থেকে বিােভ মিছিল শুরু হয়ে দণি সুরমার লালাবাজারে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন বিােভকারীরা। এ সময় রাস্তার উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। সেখানে তারা রাস্তায় টায়ার জালিয়ে বিােভ করেন। লতিফ সিদ্দীকির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তার কুশপুত্তলিকা পুড়ান। পরে দণি সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহত্তর মুন্সীবাজার এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত বিােভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, লতিফ সিদ্দীকি এ দেশের ১৫ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছেন। তার এই অপরাধ মার অযোগ্য। লতিফ সিদ্দীকিকে অচিরেই আইনের কাট গড়ায় দাঁড় করানোর আহ্বান জানান তারা।
মুন্সীবাজার লতিফিয়া স্মৃতি পরিষদের উপদেষ্টা মর্তুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল লতিফের পরিচালনায় এতে বক্তব্য রাখেন দণি সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা নুরুল ওয়াহিদ, মাওলানা আব্দুল জলিল সেলিম, নজরুল ইসলাম, বিশিষ্ট আলেম মাওলানা রফিকুল ইসলাম খান, লালাবাজার আলিম মাদরাসার প্রভাষক ফজলুল হক, মাওলানা আনোয়ার হোসেন, হাফিজ বদরুল ইসলাম মানিক, হাফিজ ইবাদুর রহমান, মো. ওয়াহিদুর রহমান, মো. মনোয়ার, মো. দুলাল আহমদ, সাইব আহমদ, বেলাল আহমদ, রিয়াজ উদ্দিন, মো. সেলিম, মো. সাঈফ প্রমুখ। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ বেলাল আহমদ। বিজ্ঞপ্তি

Developed by: