শান্তিতে নোবেল পেলেন মালালা-কৈলাশ

1412932958২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই ও ভারতের কৈলাশ সত্যার্থী। শুক্রবার নরওয়ের অসলোতে নরওয়েন নোবেল কমিটির চেয়ারম্যান থর্বজোরন জাগল্যান্ড এই ঘোষণা দেন। সূত্র: সিবিসি নিউজ ও দ্য গার্ডিয়ান।
নারী শিক্ষা আন্দোলন কর্মী পাকিস্তানের মালালা ইউসুফজাই (১৭) এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী। ২০১২ সালে তালেবানদের হামলার শিকার হন তিনি।
ভারতের গান্ধীবাদী আন্দোলনের নেতা কৈলাশ সত্যার্থী অনেক শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে শিশু অধিকার বিষয়ে কাজ করেছেন তিনি।
২৭৮ জন নমিনির মধ্য থেকে পুরস্কার জিতলেন মালালা ও কৈলাশ। এবারই শান্তি পুরস্কারের জন্য এতো বেশি ব্যক্তিকে নমিনেশন দেয়া হয়েছে। তালিকায় ৪৭টি প্রতিষ্ঠানও ছিল। এর আগে ২০১৩ সালে নমিনির তালিকায় স্থান পাওয়া ২৫৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান রেকর্ড গড়েছিল।
সিরিয়ায় রাসয়নিক অস্ত্র ধ্বংস তদারকির জন্য ২০১৩ সালে শান্তি পুরস্কার লাভ করে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডব্লিউ।

Developed by: