সমুদ্রে মিলনরত দম্পতি একসঙ্গে জোড়া লেগে যাওয়ায় হাসপাতালে

af6636b3751f0c3fee56bd083e8ce29cএক ইটালিয়ান তরুণ দম্পতি পোর্তো সান জর্জিও-তে অবকাশ যাপন করছিলেন। একসময় তারা সিদ্ধান্ত নেন যে সমুদ্রের পানিতে তারা রতিসুখ উপভোগ করবেন।

কিন্তু তারা যেটাকে দুঃসাহসী ও রোমান্টিক উদ্যম বলে ভেবেছিলেন তা পরিণত হয় এক অস্বস্তিকর ঘটনায়। লোকটি বুঝতে পারেন যে তিনি তার সঙ্গিনীর শরীর থেকে আলাদা হতে পারছেন না। তারা আটকে গেছেন একসাথে। তারা ওই অবস্থাতেই অনেক কষ্ট করে তীরে আসার চেষ্টা করতে থাকেন। এমনসময় সমুদ্রতীরে থাকা এক ভদ্রমহিলার নজরে পড়েন তারা। তিনি একটি তোয়ালে ছুঁড়ে দেন এবং তাতে দম্পতির মান-ইজ্জতের যতটুকু অবশিষ্ট ছিল রক্ষা পায়।

এরপর একজন ডাক্তার ডাকা হয় এবং দম্পতিকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। সেখানে নারী সঙ্গীটিকে প্রসবের সময় গর্ভাশয় প্রসারণের জন্য যে ইঞ্জেকশন তা দেয়া হয়।

Developed by: