দিনের পঞ্চম বলেই আঘাত হানলেন শাহাদাত। উদযাপনটা তাই বাঁধভাঙা ছবি: শামসুল হকনিষেধাজ্ঞা থেকে ফিরেই আঘাত হানলেন সাকিব আল হাসান। হ্যামিল্টন মাসাকাদজাকে অভিষিক্ত জুবায়ের হোসেনের সহায়তায় ফিরিয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ৫০ রান। এর আগে, দিনের প্রথম ওভারেই ভুসিমুজি সিবান্দাকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন দলে ফেরা পেসার শাহাদাতের হোসেন।
টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়ের ইনিংস এই মুহূর্তে মেরামতের চেষ্টায় আছেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর আর সিকান্দার রাজা। রাজা ২০ ও টেইলর ১৫ রানে অপরাজিত রয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে আজ দেশের ৭৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেনের। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবশ্য বল হাতে নেননি এই তরুণ।