হেফাজতের সংবাদ সম্মেলনে ২০ নভেম্বর ওলামা প্রতিনিধি সম্মেলনসহ তিন মাসের কর্মসুচি ঘোষণা

23-300x225অভিশপ্ত নাস্তিক-মুরতাদ আবদুল লতিফ সিদ্দীকি গংদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশ করে তা কর্যকর করা এবং আল্লাহদ্রোহী ও ধর্মদ্রোহীদের বেয়াদবির পথকে চিরতরে রুদ্ধ করে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমির আল্লামা নূর হোসাইন কাসেমী।
তিনি বৃহস্পতিবার দুপুরে বারিধারার জামিয়া মাদানিয়া মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি আগামী ২০ নভেম্বর বৃহত্তর ঢাকা অঞ্চলের ওলামা প্রতিনিধি সম্মেলন এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচীর ভিত্তিতে আগামী তিন মাসব্যাপী (নভেম্বর থেকে জানুয়ারী) বৃহত্তর ঢাকার জেলা-উপজেলা ও মহানগরের উল্লেখযোগ্য স্থানসমূহে শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠানের কর্মসূচী ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর সদস্য সচিব মাও. জুনায়েদ আল হাবীব, যুগ্ম আহ্বায়ক মাও. আবদুর রব ইউসুফী, যুগ্ম সদস্য সচিব মাও. ফজলুল করিম কাসেমী, মাও. নাজমুল হাসান, মাও. আহমদ আলী কাসেমী, মাও. হাবিবুল্লাহ মিয়াজী, মাও. মুজিবুর রহমান হামিদী, মাও. শোয়াইব আহমদ (ইউকে), মাও. মুফতী নাজমুল হাসান, মুফতী আবদুল মালেক, মাও. ওয়ালিউল্লাহ আরমান প্রমূখ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিশপ্ত নাস্তিক-মুরতাদ গোষ্ঠি আমাদের সমাজের জন্য একটি মারাত্মক ক্যান্সার আকার ধারণ করে আছে। তাদের বিরুদ্ধে এদেশের ওলামা-মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতা কঠিনতর আন্দোলন সংগ্রাম করে চলেছেন। ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে কতিপয় ইসলাম বিদ্বেষীদেরকে সাময়িকভাবে দমন ও দেশান্তরে বাধ্য করেছেন। কিন্তু তাদের বিষাক্ত ছোবল থেকে রক্ষা পাচ্ছেনা আমাদের প্রিয় আল্লাহ, রাসূল (সা:), দ্বীন ও ইসলাম । বন্ধ হচ্ছেনা ধর্মের বিরুদ্ধে তাদের ধৃষ্টতাপূর্ণ আস্ফালন। সুতরাং এ সব আল্লাহদ্রোহী ও ধর্মদ্রোহীদের মৃত্যুদন্ডের আইন পাশ করে কার্যকর করার কোনো বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নিকৃষ্ট ও অভিশপ্ত মুরতাদ আবদুল লতিফ সিদ্দিকিসহ একটি কুচক্রি মহল দীর্ঘদিন থেকে মুসলিম জনসাধারণের ধর্মানুভূতির প্রতি কোনোরুপ তোয়াক্কা না করে, দেশে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যে কিছু দিন পর পরই আল্লাহ, রাসূল (সা:), কুরআন-হাদীস ও পবিত্র ইসলাম ধর্মের বিভিন্ন দিক নিয়ে কটূক্তি, তুচ্ছ-তাচ্ছিল্য ও ব্যঙ্গোক্তি করে যাচ্ছে। এর মাধ্যমে তারা আমাদের সমাজিক ঐক্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। আমাদের শান্তি, সৌহার্দপূর্ণ সমাজে অশান্তির বীজ বপন করে দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বকে নস্যাত করতে চায়। কুখ্যাত মুরতাদ আহমদ শরিফ, তাসলিমা নাসরিন ও নাস্তিক ব্লগাররা জঘন্যতর ভাষায় ইসলামের পবিত্র বিধি-বিধান, কুরআন-সুন্নাহ, উম্মাহাতুল মুমিনাত ও রাসূল (সা:) এর শানে বেয়াদবি ও কটূক্তি করে আমাদের শান্ত পরিবেশকে উত্তপ্ত করে তুলে ছিল । তাদের এহেন উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডগুলোকে এদেশের বিবেকবান তৌহিদি জনতা ঘৃণাভরে প্রত্যাখান করেছে এবং ভবিষ্যতেও করবে।

২৬ অক্টোবরের হরতাল প্রসঙ্গে সংবাদ সম্মেলনে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, ‘হরতালে সমর্থনের ব্যাপারে আমাদের আমির সাহেব (আল্লামা আহমদ শফী)) সিদ্ধান্ত দিবেন। মহানগর কমিটি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারি না।’

Developed by: