২০১৬ সালের যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে আবেদন করতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশসহ আরো ১৭ টি দেশ এ তালিকার মধ্যে রয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর কারণ হিসেবে বলা হয়, গত ৫ বছরে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ৫০ হাজারেরও অধিক লোক যুক্তরাষ্ট্রে এসে বসবাস করছেন। এ কারণেই ১৮টি দেশকে এ বছরের ডিভি আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে না।
বাংলাদেশ ছাড়া তালিকা থেকে বাদপড়া অন্য দেশগুলো হলো ব্রাজিল, কানাডা, চীন, কলাম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এলসালভেদর, হাইতি, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।

