ঈদ উপলে ‘নোলকের’ গরীব-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

N-432x264হতদরিদ্র ও দুঃস্থদের সাথে পবিত্র ঈদ-উল-আযহার আনন্দে শরিক হওয়ার আশা নিয়ে ‘নোলক কালচারাল একাডেমি’ গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বুধবার বিকেল ৪টায় সিলেটের আম্বরখানা বড়বাজারে অবস্থিত ‘নোলক কালচারাল একাডেমি’ কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। একাডেমির সকল সদস্যের উপস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ করেন ‘নোলক কালচারাল একাডেমি’র প্রতিষ্ঠাতা পরিচালক নিলুফা সুলতানা লিপি। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে লিপি বলেন, প্রতি বছরই আমরা আমাদের সাধ্যমতো ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহায় গরিব হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি এবং আল্লাহর রহমতে এবারো এর ব্যতিক্রম হয়নি। এজন্য মহান শ্রষ্টার দরবারে তিনি লাখোকোটি শুকরিয়া জ্ঞাপন করেন। এমনি করে সমাজের সর্বস্তরের ধনাঢ্য ব্যক্তিদের হতদরিদ্র এই গরিব দুঃস্থদের পাশে এগিয়ে আসার আহবান জানান। দ্বিতীয় অধিবেশনে আসন্ন ঈদ-উল-আযহাকে খুশি ও আনন্দের সাথে বরন করে নেবার নিমিত্তে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।

Developed by: