প্রীতি ম্যাচে তারদেল্লির জোড়া গোলে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে মেসির দলকে ২-০ গোলে হারিয়েছে নেইমারের দল।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় পেতে মরিয়া ছিল উভয় দলের খেলোয়াড়রা। ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি আক্রমণের প্রচেষ্টা চালায় আর্জেন্টিনা। তবে তাদের চেষ্টা সফল না হলেও খেলার ২৮ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন দিয়াগো তারদেল্লি। খেলার ৪০ মিনিটে ডি মারিয়াকে ডিবক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সমতায় ফেরার সুযোগটি হাত ছাড়া করেন অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তারদেল্লি। কর্নার থেকে আসা বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন লুইস। বলটি চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা তারদেল্লির কাছে। এই সুযোগকেও দারুণভাবে কাজে লাগান তিনি। হেড করে রেমোরোর জালে জড়ান বল। পুরো ম্যাচে গোল শূন্যই থাকতে হয় মেসিদের।