প্রধান গেট দিয়েই কারাগারে লতিফ সিদ্দিকী

65f93dcd7afbd4e3bb14141afc04107bপুলিশ ভ্যান থেকে নেমে সোজা গিয়ে দাঁড়ালেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। মাঝে মাঝে মাথা উঁচু করে তাকালেন উপরের দিকে। হাতজোড় করলেন তবুও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে থাকলেন নীরব। পকেট গেট দিয়ে কারাগারে প্রবেশে জানালেন অস্বীকৃতি। শেষমেশ প্রধান গেট খুলেই কারাগারে প্রবেশ করানো হলো সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীকে।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও লতিফ সিদ্দিকী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বলেন, ‘আমি এখনো এমপি। গত ৩০ বছর আমি পকেট গেইট দিয়ে ইন বা আউট হইনি।’ এরপর এক পর্যায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার ফরমান আলী বাইরে আসেন এবং ৩টা ৪২ মিনিটে প্রধান ফটক খুলে লতিফ সিদ্দিকীকে সঙ্গে করে নিয়ে যান।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে বুধবার লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এর আগে দুপুর দেড়টার দিকে ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে ঢাকার হাকিম আদালতে নেয়া হলে মহানগর হাকিম আতিকুর রহমান এই আদেশ দেন। তবে জামিন আবেদন করেননি লতিফ সিদ্দিকী। মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার আবদুল বাতেন জানিয়েছেন, লতিফ সিদ্দিকী বেলা দেড়টার দিকে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করায় বির্তকিত হন লতিফ সিদ্দিকী। এই নিয়ে ইসলামী দলগুলো আন্দোলনে নামার ঘোষণার মুখে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব থেকে লতিফ সিদ্দিকীকে বাদ দেয়া হয়। পরে দল থেকেও বহিষ্কৃত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

Developed by: