জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদেরে নামে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
বিবৃতি বলা হয়, সরকার বিচারের নামে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করছে। জনগণ এই ষড়যন্ত্র নিরবে মেনে নেবে না। এর প্রতিবাদে আগামী বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৫:৩০টা পর্যন্ত এবং আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৫:৩০টা পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হবে।
বিবৃতি আরো বলা হয়, এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ী হরতালের আওতামুক্ত থাকবে।