সুন্দরবনে সবমিলে ৩০০ বাঘ !

1418384199ভারতের সুন্দরবনের অংশে একশটি এবং বাংলাদেশর অংশে দুইশটি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। বাঘ শুমারির মাধ্যমে ভারতের অংশের ১০০টি
বাঘের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ হলেও বাংলাদেশর অংশে চলছে এখনো বাঘ গণনা ।
সর্বশেষ ২০০৪-০৫ পাগ-মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে বাঘ শুমারি হয়।ওই পদ্ধতিতে বাংলাদেশ অংশে ৪৩০টি এবং ভারতীয় অংশে ২৭০টি বাঘ রয়েছে বলে জানা গিয়েছিল।কর্মকর্তারা এখন বলছেন, সুন্দরবনের জন্য পাগ-মার্ক পদ্ধতি ত্রুটিপূর্ণ ছিল। এত বাঘ সুন্দরবনে কোনও সময়েই ছিল না।
চলতি বছরেই ঢাকায় অনুষ্ঠিত টাইগার স্টকটেকিং সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সাল নাগাদ একটি গ্রহণযোগ্য পদ্ধতিতে সারা বিশ্বের সব বাঘ গণনার কাজ শেষ করবার বাধ্যবাধকতা রয়েছে।
সুন্দরবনের বাংলাদেশ অংশে যে সোয়া ছয় হাজার বর্গকিলোমিটার রয়েছে, তার মধ্যে সাড়ে তেরো’শ বর্গকিলোমিটার অংশকে নমুনা অঞ্চল ধরে এই বাঘ গণনার কাজ চলছে।
ভারতের অংশে বাঘ রয়েছে একশ আর বাংলাদেশ অংশের সুন্দরবনে কমবেশি দুইশ’র মতো বাঘ থাকতে পারে। এই হিসাবে সব মিলে সুন্দরবনে বাঘ রয়েছে তিন শত। খবর বিবিসি বাংলা।

Developed by: