চার সপ্তাহের আগাম জামিন পেলেন রুবেল

চিত্রনায়িকা হ্যাপির করা ধর্ষণ মামলায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

সোমবার বিকেলে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

এর আগে সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করেন রুবেল। এসময় বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, রুবেলের পক্ষে আদালতে শুনানি করেন অ্যডভোকেট শ ম রেজাউল করিম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

Developed by: