জনবিচ্ছিন্ন করতেই আরিফের বিরুদ্ধে পরোয়ানা :মির্জা ফখরুল

19690আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী এস এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি মেয়র আরিফুল ও বিএনপি নেতা জি কে গউছের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকারের উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনবিচ্ছিন্ন করতেই দীর্ঘ ১০ বছর বিএনপির জনপ্রতিনিধিদের এ মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সিটি মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক এবং হবিগঞ্জ সদর পৌর মেয়র ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে অন্তভুক্ত করে সম্পূরক চার্জশিট গঠন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার দেয়া বিবৃতিতে এ অভিযোগ করেন ফখরুল।

ফখরুল বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনা জনবিচ্ছিন্ন আওয়ামী অবৈধ সরকারের ক্ষমতাকে দীর্ঘমেয়াদে কুক্ষিগত রাখার অপকৌশল ছাড়া কিছু নয়। বিরোধী দলীয় জনপ্রতিনিধিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদেরকে জনগণ থেকে বিচ্ছ্ন্নি রাখতে এবং হেয় ও পর্যুদস্ত করতে তাদের বিরুদ্ধে হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে কারান্তরীণ রাখার অপকৌশলে লিপ্ত রয়েছে বর্তমান অবৈধ সরকার।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক এবং হবিগঞ্জ সদর পৌর মেয়র জি কে গউছের বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

অন্য এক বিবৃতিতে ফখরুল নোয়াখালী জেলাধীন সেনবাগ উপজেলার ১নং সাতারপাইয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও বিএনপির ইউনিয়ন সভাপতি আবদুর রহমানসহ ৮৪ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বর মাসে রাস্তার গাছ কাটার অভিযোগে সেনবাগ উপজেলা বন কর্মকর্তা দায়েরকৃত মামলায় দীর্ঘ এক বছর পর সেনবাগ থানা পুলিশের চার্জশিট গঠন এবং কয়েকদিন আগে একই ইউনিয়নের বিএনপি সভাপতিসহ ৬৯ জনকে আসামি করে মামলায় জামিনপ্রাপ্ত ৬৯ জনের বিরুদ্ধে চার্জ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Developed by: