তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সদর দণি উপজেলা যুবদলের মিছিল প্রতিবাদ সভা

New Imagসদর দণি উপজেলা যুবদলের উদ্দ্যোগে বিােপ মিছিল ও প্রতিবাদ সভা বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহংকার, আগামীর দেশ নায়ক, তারুন্নের অহংকার, তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠকি সম্পাক, সিলেট এর কুটি মানুষের প্রাণ প্রিয় জননেতা এম ইলিয়াস আলীকে পিরিয়ে দেওয়ার দাবিতে জোরালো বক্তব্য রাখেন। তার-ই সাথে সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরীর উপর মিথ্যা মামলার প্রতিবাদে কঠোর সমালোচনা করেন। বর্তমান অবৈধ আওয়ামীলিক সরকার যে ভাবে গুম, খুন, পুলিশদিয়ে হয়রানী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাদের হয়রানী মূলক মনোভাব যেন অবিলম্বে প্রত্যাহার করে। উক্ত সভায় সভাপতিত্ত করেন সদর দণি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন লিলু, উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুব দলের যোগাযোগ বিষয়ক সম্পাক জনাব আলা উদ্দিন আলাই, বিশেষ অতিথি হিসাবে বক্ত রাখেন সদর দণি উপজেলা যুবদলের অন্যতম নেতা ও ঢাকা মহানগর দণি সুত্রাপুর থানা যুবদলের দপ্তর সম্পাদক মো: সোনাহর আলী সোহেল, সভা পরিচালনা করেন দণি সুরমান উপজেলা যুবদল নেতা মঈনুল ইসলাম মঞ্জু, এ ছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা আশরাফ বাহার, আতিক রাজান চৌধুরী, হাজি সেলিম আহমদ, ফজলু আহমদ, ফয়সল আহমদ টিপু, এম এ মমিন, ইঞ্জিনিয়ার নুর উদ্দিন, সালিক আহমদ চৌধুরী, সুমন আহমদ আনসার, সালেক মিয়া, সুমন আহমদ বিপ্লব, মামুন আহমদ-১, রাসেল আহমদ, কবির আহমদ, মোহন মিয়া, সেবুল আহমদ, জহির আহমদ ছইল, শেখ বকুল আহমদ রাজু, সাদেক আহমদ ও হেলাল উদ্দিন প্রমুখ।

Developed by: