অস্ট্রেলিয়ার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সৃদৃঢ় অবস্থানে রয়েছে সফরকারী ভারত। দিন শেষে মহেন্দ্র সিং ধোনির দলের সংগ্রহ ৪ উইকেটে ৩১১ রান। ৮৩ ওভার ব্যাট করে ৩.৭৪ গড়ে রান তুলেছে ভারত। অজিঙ্কা রাহানে ৭৫ ও রোহিত শর্মা ২৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
ব্রিজবেনের গ্যাবায় টস জিতে সকালে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। ধোনির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ব্যাট চালাতে থাকেন শিখর ধাওয়ান ও মুরালি বিজয়। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিন ইনিংসে হাফ-সেঞ্চুরি করে ইতিহাসে ঢুকে পড়েন বিজয়। কিন্তু সেখানেই থেমে থাকেননি তিনি, এরপর করেন এক দুরন্ত শতরান। ২১৩ বলে ১৪৪ রান করে থামেন বিজয়। নাথান লায়নের বলে হ্যাডিনের হাতে ধরা পড়েন এ সেঞ্চুরিয়ান।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ১ উইকেটে ৮৯। শিখর ধবন ২৪ রানে আউট হয়ে গেলেও অন্য ওপেনার মুরলী বিজয়ের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় ভারত। মধ্যাহ্নভোজের বিরতির সময় তিনি ৪৬ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গী ছিলেন চেতেশ্বর পূজারা পরে অর্ধশতরান সম্পূর্ণ করে বিজয়। অ্যালিলেডে দ্বিতীয় ইনিংসে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুটা ভালো হলেও লাঞ্চ বিরতির পর পূজারা (১৮) ও কোহলিকে (১৯) হারিয়ে কিছুটা বিপাকে পরে ভারত।
তবে রাহানে ও রোহিত শর্মার অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে আবারো বড় সংগ্রহ গড়ার কক্ষপথে নিয়ে যায় সফরকারীদের।
অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে অভিষিক্ত জোশ হ্যাজলেউড দুটি, লাথান লায়ন ও মিচেল মার্শ একটি করে উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, প্রথম টেস্টে অ্যাডিলেডে লড়াই করে হেরেছে সফরকারী দল ভারত। আর অসিরা ফিল হিউজকে স্মরণ করেছে আবেগী এক জয়ে। ফলে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নেমেছে মহেন্দ্র সিং ধোনি বাহিনী।