বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, রাসুল (সা.) এর আদর্শ অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। তাঁর আদর্শ থেকে বিচ্যুত হলে মুসলমানদের বিপর্যয় নিশ্চিত। এজন্য প্রত্যেক মুসলমানকে রাসুলের আদর্শে আদর্শবান হয়ে ইসলামের দাওয়াত কাজে অংশ নেয়া প্রয়োজন।
গতকাল শনিবার দক্ষিণ সুরমার জালালপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিন র্যালি পরবর্তী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি’র উদ্যোগে জালালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন আরব-আমিরাতের সাবেক বিচারপতি শায়খুল হাদীস মাওলানা হবিবুর রহমান।
উদযাপন কমিটির আহ্বায়ক জালালপুর আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জফর উদ্দিন মো. আব্দুল মুনঈমের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, মাওলানা বদরুজ্জামান রিয়াদ, মাওলানা মুজিবুর রহমান ভাদেশ্বরী, বিশ্বনাথের মিয়ারবাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, মাওলানা ওলিউর রহমান শফিকী প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম সবসময় শান্তির পক্ষে। ইসলাম কখনও সন্ত্রাস কিংবা বিশৃঙ্খলাকে সমর্থন করেনা। ইসলামের নবী রাসুলগণও কখনো সন্ত্রাসের পক্ষে ছিলেন না। তাই বর্তমান সময়ে যারা ইসলামের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করতে হবে। বিশ্বের সর্বত্র ইসলাম ও মুসলমানদের নিরাপদ রাখতে হবে। বিজ্ঞপ্তি

