জালালপুরে শাহপরাণ একাডেমির দ্বিতলা ভিত্তিপ্রস্তর শিক্ষায় এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে — আবু জাহিদ

New Imageদক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যন মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নেয়ার পূর্বশর্ত হলো শিক্ষাকে এগিয়ে নেয়া। শিক্ষায় এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। এজন্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। শিক্ষাসেবায় সকলকে আত্মনিয়োগ করতে হবে।
দক্ষিণ সুরমার জালালপুরে হযরত শাহপরাণ (রহ.) মডেল একাডেমির দ্বিতলা ভবনের ভিত্তি প্রস্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার সকালে একাডেমির কনফারেন্স হলে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল করিম ও শিক্ষানুরাগী মখলিছুর রহমান মখলু।
একাডেমির পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লিলু মিয়ার উপস্থাপনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন কারী খছরুজ্জামান। বক্তব্য রাখেন সৈয়দ মুজাহিদ আলী, মাসুদ আহমদ, কবি আখলাকুল আম্বিয়া বাতিন, ডা. জামাল আহমদ প্রমুখ।

Developed by: