তলোয়ার চালানো শিখবেন দীপিকা

চিত্রনাট্যের চরিত্রটিকে পর্দায় যথার্থভাবে ফুটিয়ে তুলতে যেকোনো পরিশ্রম করতে রাজি দীপিকা পাড়ুকোন। সে কারণেই ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রয়োজনে শিখেছিলেন তামিল ও মারাঠি ভাষা। আর এবার তৈরি হচ্ছেন ঘোড়ায় চড়া ও তলোয়ার চালানো শিখতে।
পরবর্তী ছবি ‘বাজিরাও মাস্তানি’র জন্যই দীপিকার এই প্রশিক্ষণ প্রস্তুতি। সঞ্জয় লীলা বানসালির এই ছবি তৈরি হচ্ছে আঠারো শতকের গল্প নিয়ে। ছবিতে আরো অভিনয় করবেন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া। রণবীর অভিনয় করবেন মারাঠা জেনারেলের চরিত্রে আর দীপিকা তার প্রেমিকা মাস্তানি। দীপিকা বলেছেন, ‘মাস্তানি চরিত্রের জন্যই তলোয়ার চালানো, ঘোড়ায় চড়া শিখতে হবে।

হাতের কাজগুলো গুছিয়েই প্রশিক্ষণ শুরু করে দেব। ক্যামেরার সামনে কাজগুলো দক্ষতার সঙ্গেই করতে চাই। চরিত্রের প্রয়োজনে কোনো রকম ছাড় দিতে রাজি নই।’

Developed by: