মেন্টাল ছবির গান নিয়ে বিতর্ক

শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবির ‘বলতে বাকি কত কি’ গানটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছবির গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের শান। সেখানে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে এসেছে ভারতের ডাব্বুর নাম। একই সুরে ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের একটি গান ২০ জানুয়ারি ইউটিউবে প্রকাশ করেছেন ইমরান। এটির গীতিকার শফিক তুহিন। ইমরান বলেন, “গত বছরের মে মাসে ‘মেন্টাল’ ছবির জন্য আমি ‘বলতে বাকি কত কি’ গানটি করি। কয়েকটি অনুষ্ঠানেও গানটি গেয়েছি। কোনো এক কারণে প্রযোজকের সঙ্গে মনোমালিন্য হলে গানটির গীতিকার জাহিদ হাসান অভিকে ফোনে এবং এসএমএসে জানিয়ে দিই, এই সুর তাদের দেব না এবং লিরিকটা নিয়ে তারা যেন অন্য কাউকে দিয়ে সুর করিয়ে নেয়। সেই সুরের ওপর নতুন করে লিরিক লিখিয়ে ২০ জানুয়ারি গানটি ইউটিউবে প্রকাশ করি। এটা যে আমার সুর তার সব প্রমাণ আমার কাছে আছে। তারা আমার সঙ্গে প্রতারণা করছে।”

ছবির প্রযোজক পারভেজ চৌধুরী বলেন, “গানটির সুর ও সংগীত করে ডাব্বু আমাদের দিয়েছিলেন গত বছর মার্চের শেষ সপ্তাহে। পরে ইমরানকে দিয়ে গাওয়ানোর জন্য তার কাছে এটা পাঠাই। নানা কারণে ইমরানকে দিয়ে আমরা গাওয়াইনি। দেড় মাস আগে আমরা ‘বলতে বাকি কত কি’ গানটির ওয়েলকাম টিউন প্রকাশ করেছি।” উল্লেখ্য, ‘মেন্টাল’ ছবিতে অভিনয় করছেন শাকিব খান, তিশা, আঁচল, পড়শী, মিশা সওদাগর প্রমুখ।

Developed by: