আমার মাটি আমার মা, ময়লা হতে দেব না

03(1)সর্বস্তরে পরিচ্ছন্নতা ও সচেতনতা তৈরিতে ঢাকাসহ দেশের ৪৩ টি জেলায় প্রায় ২০ হাজার তরুন ও স্বেচ্ছাসেবক উন্মুক্ত স্থান, পাড়া-মহল্লা, রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। সারাদেশে ৮০০ টি দলে ভাগ হয়ে তারা এই কাজ করে।

“দেশটাকে পরিস্কার করি দিবস” উপলক্ষ্যে শনিবার সারা দেশব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে সামাজিক সংগঠন “পরিবর্তন চাই”। পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবক, শিক্ষাপ্রতিষ্ঠানের তরুনরা এতে অংশ নেয়।

দেশের ৪২টি জেলা শহর এবং ঢাকা শহরকে ছ’টি এলাকায় ভাগ হয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করে স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগ দেন এলাকার মানুষ। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সবাই নিজ নিজ বাসা, পাড়া, অফিস, ব্যবসা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আশে পাশের রাস্তা, পার্ক, মাঠ, খাল, নদী বা সাগরের পাড় বা অন্য যে কোন উন্মুক্ত জায়গার আবর্জনা সংগ্রহ করে নগর কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। সাথে সাথে এলাকা পরিষ্কার রাখতে মানুষকে সচেতন হতে বলেন তারা।

অভিযানের এর মূল জমায়েত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের ওসমানী উদ্যানে। সেখানে দুপুর ১১:০০-এ স্বেচ্ছাসেবকরা জড়ো হয়ে সংলগ্ন রাস্তা ও উদ্যানে পরিচ্ছন্নতা অভিযান চালান। এরপর ওসমানী উদ্যানে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, স্থপতি মুবাশ্বির হোসেন, ফারাহ কবির, ফৌজিয়া খন্দকার (ইউএনডিপি), শারমিন মুর্শিদ (ব্রতী), ফারজানা মজিদ (আইসিডিডিআরবি), সৈয়দ হাসান টিপু, শাওন মাহমুদ, স্থপতি তুঘলক আজাদ, অ্যাডভোকেট মাহবুবুল আলম, ইফতেখার আহমেদ (নাগরিক ঐক্য), মুমিনুল ইসলাম (পান্জ্ঞেরী পাবলিকেশন) সহ আরো অনেকে। এখানে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত মোস্তফা এর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠ করেন পরিবর্তন চাই এর চেয়্যারম্যান ফিদা হক। স্মারকলিপিটি পরবর্তীতে শওকত মোস্তফাকে পৌঁছে দেয়া হবে বলে জানান হয়।

সারাদেশে ‘৩১শে ডিসেম্বর ২০১৪’কে প্রথবারের মত দেশটাকে পরিস্কার করি দিবস হিসেবে পালনের ঘোষণা দেয় “পরিবর্তন চাই”। হরতালের কারণে এবছর ৩ জানুয়ারী সারা দেশব্যাপী দিবসটি পালন করে প্রতিষ্ঠানটি। যার মূল উদ্দেশ্য দেশটাকে ময়লা আবর্জনা মুক্ত রাখা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরী করা।
“দেশটাকে পরিষ্কার করি” দিবস পালনের প্রস্তুতি হিসেবে “পরিবর্তন চাই” গত ২১ শে ফেব্রুয়ারী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়, ১৪ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, ২৭শে জুন টঙ্গীতে, ৩০শে আগষ্ট খুলনায়, ২৭শে সেপ্টেম্বর রংপুরে এবং ১লা নভেম্বর বরিশালে পরিচ্ছন্নতা অভিযান চালায় “পরিবর্তন চাই”। এক‌ইসাথে রাস্তাঘাটে ময়লা না ফেলার জন্য গনসচেতনতা তৈরীতে কাজ করছে “পরিবর্তন চাই”।

ফিদা হক তারা স্মারকলিপিতে বলেন, ঢাকার মতো সারা বাংলাদেশে পরিচ্ছন্নতার সংকট দিন দিন প্রকট থেকে প্রকটতর হচ্ছে। ঢাকা, গাজীপুর ও নারায়নগঞ্জ সারা পৃথিবীতে বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরগুলোর মধ্যে অন্যতম খেতাব পেয়েছে ইতোমধ্যে। এখনই সচেতনতা তৈরী করতে ‍না পারলে অচিরেই বাংলাদেশের অন্যান্য শহরগুলোও এ লজ্জাজনক পরিনতি বরণ করবে। শহরবাসীর মধ্যে যদি কেবল যেখানে সেখানে ময়লা ফেলার প্রবনতা কমিয়ে আনা যায়, তাহলে অল্পদিনেই শহরগুলো পৃথিবীর মধ্যে পরিচ্ছন্ন শহর হবার দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
বাংলাদেশ অপরিষ্কার থাকার পেছনে কিছু কারণ খুজে পায় “পরিবর্তন চাই”। তার মধ্যে: ফুটপাথ বা রাস্তার ধারে ময়লা না ফেলার ক্ষেত্রে সচেতনতার অভাব; রাস্তার ধারে ময়লা ফেলার জন্য ডাস্টবিনের অনুপস্থিতি; দোকানদাররা রাত্রে দোকান পরিষ্কার না করে সকালে সরাসরি রাস্তায় ময়লা ফেলেন; রাস্তায় ময়লা ফেলাকে নিরুৎসাহিত করতে আইনী ব্যবস্থার প্রয়োগ না থাকা; সিটি কর্পরেশনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার অভাব।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তরুন প্রজন্মকে পরিচ্ছন্নতার গুরুত্ব বর্ননা করে এ বিষয়ে সচেতন হতে উদ্বুদ্ধ করেন। সবাইকে দায়িত্ব নিয়ে নিয়মিত পরিবেশ ও দেশ পরিষ্কারে নিয়োজিত হতে অনুরোধ জানান তিনি। আবদুল্লাহ আবু সায়ীদ উপস্থিত জনতাকে আর কখনো উপযুক্ত ডাষ্টবিন ব্যতিত এবং বিশেষ করে রাস্তা বা খোলা জায়গায় কোন ধরনের ময়লা না ফেলার জন্য শপথ বাক্য পাঠ করান। সবশেষে পরিবর্তন চাই এর নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবর্তন চাই এর অন্যতম প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম, ট্রাষ্টি পল্লবী দেব এবং শরীফ নীড়। “আমার মাটি আমার মা, ময়লা হতে দেব না” এ শ্লোগান দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় সংগীত ও গনসংগীত পরিবেশন করেন ব্যান্ড দল শ্লোগান, স্বেচ্ছাসেবী সাইফুল, অ্যাড নাহিদ সুলতানা সহ উপস্থিত অনেকে।

Developed by: