নিজের ফেইসবুক পেইজে এমনটাই লিখেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার দেব, সঙ্গে পোস্ট করেছেন একটি ছবিও। ছবিতে তিনি আছেন, প্রসেনজিৎ আছেন আর আছে শহীদ মিনার।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন এই ওপার বাংলার এই তারকারা। আর তখনই তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জন্য পোস্ট করেছেন দেব।
বাংলাদেশ সরকার আমন্ত্রণে আন্তজর্াতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এখন ঢাকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফরসঙ্গী হয়ে এক ঝাঁক তারকার সঙ্গে এসেছেন দেব ওরফে দীপক অধিকারীও। টালিগঞ্জের জনপ্রিয় এই নায়ক তৃণমূল কংগ্রেসের সাংসদও বটে।
ঢাকায় পা দিয়েই দেব ফেইসবুকে লেখেন, “সবে বাংলাদেশের মাটিতে পা দিয়েছি এবং কি উষ্ণ অভ্যর্থনা! ঐক্য, ভালোবাসা এবং অতিথিপরায়নতার সর্বোচ্চ রূপ দেখছি। কৃতজ্ঞতায় মাথা নত করছি।”