সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ জর্দা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার সকাল পৌণে ১০টার দিকে এই চালান আটক করা হয়। জর্দাগুলো বাংলাদেশ বিমানে করে একযাত্রী কাতার নিয়ে যাচ্ছিলেন।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ সিলেটভিউ২৪ডটকমকে জানিয়েছেন, সিলেট থেকে সকাল ১০টায় বিজি-০২৮ এর ফ্লাইট কাতারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
তার আগে গোপন সংবাদের ভিত্তিতে কাতার যাত্রী সুলতান আহমদের লাগেজ তল্লাশি করে ২ হাজার প্যাকেট জর্দা আটক করা হয়। আটক জর্জার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
তিনি বলেন, অনুমতি ব্যতিত ওই ব্যক্তি কৌশলে জর্দাগুলো বাইরে নিয়ে যেতে চেয়েছিল। তাই এগুলো আটক করা হয়েছে। তবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।