মহীয়সী নারী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ সন্ধ্যায় হোটেল মেট্রো ইন্টারনেশনালে

Untitled-1 copyআজ সন্ধ্যা ৬ টায় মমতা চ্যারিটি ট্রাস্টের উদ্যোগে বেগম মমতা চৌধুরী’র স্মরণে মহীয়সী নারী স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান বন্দরবাজারস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের হল রোমে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট শিাবোর্ডের চেয়ারম্যান এ. কে.এম. গোলাম কিবরিয়া তাপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দণি সুরমা ডিগ্রি কলেজের অধ্য মো. শামছুল ইসলাম, জেলা শিা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সিলেট প্রেস কাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম কাউন্সিল সৈয়দ মিসবাহ উদ্দিন সমাজসেবী মো. হাবিবুর রহমান মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করনেব মমতা চ্যারিটি ট্রাস্টের চেয়ারম্যান মতিন চৌধুরী।

Developed by: