তরুণ সাহিত্যকর্মী তারেক লিমনের প্রথম কাব্যগ্রন্থ ‘মায়ের কাছে চিঠি’র প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সাহিত্যের অন্যতম শক্তিশালী মাধ্যম কবিতা। কবিতা সমাজ বাস্তবতাকে বুকে ধারণ করে কেবল আলোর দিকে ধাবিত হয়। তারা বলেন, কবিতা স্থবির জীবন ও সমাজকে ভেঙেচুরে গতিশীল ও আনন্দময় করে তোলে। কবিতার শক্তি ও সৌন্দর্য মানুষের মনোজগতে প্রচণ্ড আলোড়ন তোলে। বক্তারা আরো বলেন, বিশুদ্ধ কবিতায় জীবনজিজ্ঞাসা ও ঐতিহ্য বাঙময় হয়ে ওঠে। মানব জীবন ও সমাজ বিপ্লব এবং জাতীয় জীবনে নৈতিকতা ও উৎকর্ষ সাধনের জন্য কবিতা অপরিহার্য।
গত ১৫ ফেব্র“য়ারি বিকেলে বিশ্বনাথ উপজেলার হাবড়া বাজারে এ প্রকাশনা উৎসব অনুষ্টিত হয়।
বিশ্বনাথ চাঁদের হাঁটের সভাপতি ডা. বিভাংশু গুণ বিভুর সভাপতিত্বে ও সাহিত্যকর্মী কিটন দেব রিগ্যানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক সাইদুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দভরাং স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক কবি আব্দুল মুমিন মামুন, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কবি খালেদ-উদ-দীন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সমাজসেবী ও তারেক লিমনের পিতা মো. আলী হোসেন, দণি সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রবীণ গীতিকার শাহ মো. খোয়াজ মিয়া, ইউপি সদস্য আলী আকবর মিলন, সাবেক ইউপি সদস্য আজম আলী।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ছড়াকার নিরঞ্জন মনি বিশ্বাস, মুহিবুল হক, সাইদুর রহমান ছাদিক, আব্দুল মালিক, আব্দুল মুকিত, ধারাভাষ্যকার রাজা মিয়া, রাসেল আহমদ, খসরু মিয়া, সৈয়দ আলী, ফুরকান আলী, সাইফুর রহমান, আশরাফ উদ্দিন প্রমুখ।