অাজ ১ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমির উদ্যোগে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গ্রন্থমেলার অানুষ্ঠানিক উদ্বোধন করবেন।
শনিবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অাগের বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে বিস্তৃত হচ্ছে মেলার পরিসর। এবার মোট ৩৫১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৬৫টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকছে ৯২টি প্রতিষ্ঠানের ১২৮টি স্টল। অার পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে ২৫৯টি প্রতিষ্ঠানের ৪৩৭টি স্টল। এবার সোহরাওয়ার্দী উদ্যানে মেলার পরিসর অারও বাড়ানো হয়েছে। এরজন্য উদ্যানের স্বাধীনতা স্তম্ভ ও এর পাশের লেককে মেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া এবার প্রথমবারের মতো বাংলা একাডেমি আয়োজন করেছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। সাহিত্য সম্মেলনে ১২টি দেশের মোট ৪৮ জন সাহিত্যিক অংশ নেবেন বলে অাশা করা হচ্ছে।