জীবনে চলার গতি বাড়ানোর কারণে বরাবরই মিডিয়ার আলোচনায় থেকেছেন সানি লিওন। এবার হয়তো স্বামী ড্যানিয়েলকেও আলোচনায় আনতে চাইছেন এ তারকা।
রোববার ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক খবরে জানানো হয়েছে, আসন্ন সিনেমা এক পেহেলি লীলার ‘দেশি লুক’ গানে ঝড় তুলেছেন সানি। এতে কমলা রংয়ের বিকিনি পরেই হাজির হতে হতে দেখা গেছে তাকে। গানটির সুফল পেতে শুরু করেছেন তিনি। ইতোমধ্যে গানটি ইউটিউবে ৩ লাখের বেশি বার দেখা হয়েছে।
সানির ভাষ্য, বিকিনিটি তার নিজের কালেকশনের; যেটা ভালবাসা দিবসে তার স্বামীর কাছ থেকে উপহার হিসেবে পান তিনি।
আর সে কারণে অনেকেই বলছেন, সাবেক এ পর্ন তারকা তার স্বামীকে ড্যানিয়েলকে আলোচনায় আনতেই এ কৌশল নিয়েছেন। কারণ এ সিনেমা মাধ্যমে বলিউডে ড্যানিয়েলের অভিষেক ঘটতে যাচ্ছে।
ববি খান পরিচালিত ছবিতে আরও আছেন টেলিভিশন অভিনেতা জয় ভানুশালি, রজনীশ দুগ্গল, মোহিত আহলওয়াত ও রাহুল দেব।
সিনেমায় সানিকে আধুনিক নর্তকী, গ্রামের মেয়ে ও অতীতের রাজকন্যা- এই ৩ রকম চরিত্রে দেখা যাবে।
ইতোমধ্যে ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিতের জনপ্রিয় ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গেও পা মিলিয়েছেন সানি।