বিশ্বনাথের শিক্ষা উন্নয়নমূলক সংগঠন সময়েরশৈল্পিক প্রজ্জলন বাতিঘর’র আয়োজনে সিলেটের সুপরিচিত সাহিত্যিক, বাতিঘর পাঠাগারের আজীবনদাতা সদস্য কবি হাবিব ফয়েজীকে সংবর্ধনা শনিবার দুপুর রাজাগঞ্জ বাজারস্থ বাতিঘর অনুষ্ঠিত হয়েছে।বাতিঘর সভাপতি মো: গোলাম মোস্তফা এর সভাপতিত্বে ও সহ- সভাপতি মাসুদ আহমদর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রােখন কবি হাবিব ফয়েজী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাতিঘর’র সাবেক সভাপতি মাস-উদ-হাসান, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়’র সহকারি শিক্ষক শাহিন মিয়া, শিক্ষক আমিনুর রহমান জুনেদ। বাতিঘর বন্ধু পরিষদের পরিচালক মোস্তাফিজুর রহমান আতিক’র কোরআন তেলাওয়াতে মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাতিঘর সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, বক্তব্য রাখেন তথ্যসম্পাদক জুবায়ের আহমদ রুবেল।

