দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত সপ্তাহব্যাপী অষ্টম কেমুসাস বইমেলা আগামী ২০ মার্চ থেকে শুরু হচ্ছে। এবারের বইমেলা সাহিত্য সংসদের সাবেক সভাপতি নজমুল হোসেন চৌধুরীর স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শণার্থীদের জন্য খোলা থাকবে। ২০ মার্চ শুক্রবার বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করা হবে। মেলা সফলের লক্ষে আগামী ১৮মার্চ বিকেল সাড়ে ৪টায় সংসদ প্রাঙ্গন থেকে একটি প্রচার র্যালী বের করা হবে। এছাড়া মেলা উপলক্ষে একটি স্মরণিকাও বের করা হবে। মেলা চলাকালে প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। মেলায় স্টল প্রদানে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১৫ মার্চের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। বিস্তারিত তথ্যে জন্যে অষ্টম কেমুসাস বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিবের সাথে (মোবাইল নং-০১৭১১৪৪৯৩৯২) অথবা সাহিত্য সংসদ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে বইমেলা বাস্তবায়ন উপ-কমিটির এক সভা গতকাল রোববার সন্ধ্যায় কমিটির আহবায়ক আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে সাহিত্য সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মেলা আয়োজনে সকল মহলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন লাভলী চৌধুরী, আজিজুল হক মানিক, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, প্রভাষক নাজমুল আনসারী, এডভোকেট আবদুস সাদেক লিপন প্রমুখ।

