জামিন পেলেন তিন আইনজীবী

জামিন পেয়েছেন সেই তিন আইনজীবী। বুধবার সিলেটের জেলা ও দায়রা জজ খন্দকার কামালউজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন। সিলেটের এডিশনাল পিপি মো: শামসুল ইসলাম তিন আইনজীবীর জামিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্তরা হলেন-সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও এডিশনাল পিপি এডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আজমল আলী ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট হাবিবুর রহমান ভুট্টু।

এর আগে গত মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ আসামীরা জামিন আবেদন করলে বিচারক কুদরই ই খোদা জামিন নামঞ্জুর করেন। এ নিয়ে আদালতপাড়ায় অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ক্ষুব্দ হয়ে আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি শুরু করেন। এ কর্মসূচির ছবি তুলতে গিয়ে আইনজীবীদের হাতে লাঞ্ছিত হন দৈনিক উত্তরপূর্বের ফটো সাংবাদিক নূরুল ইসলাম। ছিনিয়ে নেয়া হয়-তার ব্যবহৃত ক্যামেরাও। এ ঘটনায় সিলেট বিভাগ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আইনজীবীদের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জের কাটাখাল এলাকায় যুবলীগ নেতা ও পাথর ব্যবসায়ী আব্দুল আলীকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ২৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এরই মধ্যে তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওদুদ আলফু মিয়াসহ ৯ জন কারাবন্দী রয়েছেন। ৩ মার্চ তিন আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

এরপর ১০ মার্চ তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের প্রার্থনা করলে বিচারক কুদরত-ই-খোদা তাদের জামিন নামঞ্জুর করেন। বুধবার তারা পুনরায় জেলা জজ আদালতে জামিনের আবেদন জানালে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

Developed by: