সিলেটের বালাগঞ্জে বাস চাপায় এক শিশু নিহত হয়েছেন। নিহত মারুফ মিয়া উপজেলার সাদিপুর ইউনিয়নের পূর্ব তাজপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।
রবিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পালপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় শ্যামলী পরিবহনের বাস চাপায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে শেরপুর হাইওয়ে পুলিশ।