ভারতে স্বর্ণপদক পাচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী

25657১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীন দেশে সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভারতের কলকাতায় স্বর্ণপদক পাচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। আগামী ১৩ মার্চ শুক্রবার কলকাতা প্রেসক্লাবে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তার হাতে তুলে দেয়া হবে এ পদক। ভারতের ‘হ্যালো কলকাতা’ ও ‘আচার্য্য দীনেশ চন্দ্র সেন রিসার্স সোসাইটি’ যৌথভাবে এ পদক প্রদান করবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রেরিত এক প্রেস বার্তায় এ মন্ত্রীর পদক প্রাপ্তির এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, সমাজকল্যাণমন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার নানা দিক তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চ্যাটার্জি।

Developed by: