মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘উদ্ভট বই উৎসব’র উদ্বোধন

স্বাধীনতার মাস মার্চ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে উদ্বোধন হয়েছে তিনদিনব্যাপী বই মেলা ‘উদ্ভট বই উৎসব’। শনিবার সকালে বই মেলার উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন। মেলার আয়োজন করেছে উদ্ভটডটকম (udvot.com) নামের একটি প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন মেলার স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের বই পড়া মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে উৎসাহ প্রদান করেন।

মেলায় দেশের খ্যাতনামা ৮টি প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। এগুলো হলো- অন্বেষা, রাত্রি, অন্যপ্রকাশ, অনন্যা, পার্ল, বাতিঘর, নওরোজ কিতাবিস্তান ও ঘাস প্রকাশনী।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মেলা চলাকালীন সময়ে যে কোনো বই ২৫ ভাগ ছাড়ে কেনার সুযোগ থাকছে।

Developed by: