সিলেটের দক্ষিণ সুরমায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী আটক

দক্ষিণ সুরমার খোজারখলায় এক গৃহবধুকে হত্যায় সংশ্লিষ্টতার সন্দেহে তার স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় স্থানীয় চন্ডিপুল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির এস আই শফিকুল ইসলাম খান।

আটক ব্যক্তির নাম মেরাজ আলী (৩৫)। সে চাঁদপুর জেলার দাউদকান্দি উপজেলার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

খোজারখলায় হানিফ মিয়ার কলোনীতে থেকে সে টিউবওয়েল মিস্ত্রির কাজ করতো। গত বুধবার মেরাজের স্ত্রী রোজিনা আক্তার মনির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে পলাতক ছিল স্বামী মেরাজ।

গত রাত ১১টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানার পুলিশ। টিউবওয়েল মিস্ত্রী মেরাজ আলীর সাথে তিন মাস পূর্বে রোজিনা আক্তার মনির বিয়ে হয়। এ মৃত্যুকে হত্যা হিসেবে অভিযোগ করে থানায় মামলা দায়ের করেছিলেন মনির মা নাসিমা বেগম।

Developed by: