হাজারও মানুষের মিলন মেলায় শেষ হলো জামালগঞ্জের এমরুল কয়েস লোক উৎসব

DSC03024সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এমরুল কয়েস লোক উৎসর হাজারও মানুষের মিলন মেলায় পরিনত হয়। সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে কবি সাহিত্যিক, বাউল শিল্পীদের প্রানান্তর আড্ডায় উৎসবের আমেজকে আরো বাড়িয়ে দিয়েছিল।
গত ১৮ মার্চ ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ লোক উৎসব। বাউল গানের ফাঁকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ‘আমরা বাউল’ এর মোড়ক উন্মোচন।
প্রভাষক তোয়াহেদ মিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত এ লোক উৎসবে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জামাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিছবাহ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন মাসিক মাকুন্দার সম্পাদক বহুগ্রন্থ প্রণেতা মো. খালেদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক সাইদুর রহমান সাঈদ, মাসিক বাসিয়া সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, কবি আবদুল ওয়াহিদ, মরমি কবি ও শিল্পি ফকির সমছুল, কবি ও প্রভাষক ফজলুল হক দোলন, জামালগঞ্জ প্রেসকাবের সভাপতি অরুণ পুরকায়স্থ, কবি ও গীতিকার কামরুন নাহার চৌধুরী শেফালী, কবি রাশিদা বেগম ও কবি মো. সহিদ মিয়া। লোক উৎসবে সভাপতিত্ব করবেন উৎসবের প্রতিষ্ঠাতা ডা. এমরুল কয়েস। শুভেচ্ছা বক্তব্য রাখেন লোক উৎসবের চেয়ারম্যান প্রভাষক ইব্রাহিম কয়েস মামুন। লোক উৎসবে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী সামছুন্নুর, শিল্পী জহুর আলী, মনির উদ্দিন পাগলা, শিল্পী সমর উদ্দিন, শিল্পী সাজ্জাদ আহমদসহ অসংখ্য বাউল শিল্পী।

Developed by: