‘বাজিরাও মাস্তানি’ নিয়ে এই নির্মাতা অনেককিছুই পরিকল্পনা করে রেখেছিলেন। কিন্তু প্রিয়াঙ্কা আগেই তা ফাঁস করে দিয়ে নির্মাতার সব পরিকল্পনা ভেস্তে দিয়েছেন।
প্রিয়াঙ্কা তার ভক্তদের কয়েকদিন আগেই টুইটারে জানান, তিনি এবং দীপিকা পাডুকোন মিলে ‘লাভনি’ ড্যান্সে অংশ নিচ্ছেন। অথচ সঞ্জয় লীলা বানসালি চেয়েছিলেন আরও বড় পরিসরে সিনেমা মুক্তির প্রচারণার সময় সিনেমার এই তথ্য দিয়ে সকলকে চমকে দিতে।
আর এ নিয়ে মনোমালিন্যের খবর বিভিন্ন ওয়েবসাইটে প্রচার হলে এবারে প্রিয়াঙ্কা বলছেন উল্টো কথা। প্রিয়াঙ্কা বলেন, ‘বানসালী’র সাথে কিছু হয়নি। এটা স্রেফ একটা মান অভিমান।’