সুমাাইয়া গোল্ডেন জিপিএ ৫ পেয়েছ

0033সিলেটের শাহ জালাল জামিয়া ইমলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২০১৫ সালরে এসএসসি পরীায় সুমাইয়া গোল্ডেন এ প্লাস পেয়েছে। সুমাইয়া আক্তার মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের উওর জগন্নাথপুর গ্রামের সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মোঃ সাইদুর রহমান ও দিলজাহান কুরেশির মেয়ে এবং বাংলানিউজ মৌলভীবাজার প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল এর ভাতিজী। সুমাইয়া তার এ সাফল্যে জন্য পিতা-মাতা,চাচা-চাচী,মামা-মামীসহ অতœীয়স্বজন ও সম্মানিত শকিদরে প্রতি কৃতজ্ঞ। সে ভবিষ্যতে কলেজের প্রভাষক হতে চায়।

Developed by: