৪২টি লেখা চুরির প্রতিবাদ জানিয়েছেন গীতিকার খালেদ মিয়া

B-06বহুগ্রন্থ প্রণেতা গীতিকার খালেদ মিয়া এক প্রতিবাদ লিখিতে তার ৪২টি লেখা চুরির প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন মে ২০১৫ সালে সিলেটের একটি প্রকাশনী থেকে ‘বিশ্বনাথের শতফুল’ নামে একটি গ্রন্থ প্রকাশিত
হয়েছে। উক্ত গ্রন্থে ফেব্র“য়ারি ২০১২ সালে প্রকাশিত ‘বিশ্বনাথের একশ বিশজন’ গ্রন্থ থেকে ৪২জনের জীবনী হুবহু মুদ্রিত হয়েছে। সিলেটের খ্যাতিমান বাসিয়া প্রকাশনী থেকে প্রকাশিত খালেদ মিয়া সম্পাদিত ‘বিশ্বনাথের একশ বিশজন’ গ্রন্থের আইএসবিএন নং ৯৭৮-৯৮৪-৮৭২০-১৫৮। ‘বিশ্বনাথের একশ বিশজন’ গ্রন্থের চুরিকৃত লেখাগুলো পৃষ্ঠা ও শিরোনাম হলো ১২৯ পৃষ্ঠার মোহাম্মদ ইলিয়াস আলী, ১৩ পৃষ্ঠার মো. মঈন উদ্দিন, ১৫ পৃষ্ঠার মোহাম্মদ মহিউস সুন্নাহ, ১৯ পৃষ্ঠার তাছাওয়ার রাজা, ৪১ পৃষ্ঠার নাঈম আশফাক চৌধুরী, ৪২ পৃষ্ঠার মেজর
জিয়াউল হক খালেদ, ৫৭ মো. আবদুল মালিক, ৫২ পৃষ্ঠার মুর্শেদা জামান, ৫০ পৃষ্ঠার মোহাম্মদ আবদুল ওয়াদুদ, ৬০ পৃষ্ঠার রোকেয়া খাতুন রুবী, ৬৯ পৃষ্ঠার ড. অরূপ রতন চৌধুরী, ৭১ পৃষ্ঠার শিশির চক্রবর্তী, ১৫৪ পৃষ্ঠার মো. মকদ্দুছ আলী, ৬৩ পৃষ্ঠার ডা. সামন্ত সেন, ৬৫ পৃষ্ঠার অধ্যাপক শুভাগত চৌধুরী, ৭৪ পৃষ্ঠার ডা. মো. নুরুল আফসার বদরুল, ৭০ পৃষ্ঠার ডা. মো. জাহিরুল ইসলাম, ১৪৬ পৃষ্ঠার মো. আহমদ আলী, ৮৭ পৃষ্ঠার ড. মো. রইছ উদ্দিন, ৮৪ পৃষ্ঠার ড. মধুশ্রী ভদ্র, ৯১ পৃষ্ঠার মো. সিরাজুল হক, ৯৩ পৃষ্ঠার মো. হাসমত উল্লাহ, ১৩২ পৃষ্ঠার ড. শাহদীন মালিক, ১৩৩ পৃষ্ঠার এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, ২৯ পৃষ্ঠার দেওয়ান শমসের রাজা চৌধুরী, ২৩ পৃষ্ঠার এডভোকেট নুরুল ইসলাম খান, ২৫ পৃষ্ঠার এম ইলিয়াস আলী, ৩১ পৃষ্ঠার আনম শফিকুল হক, ১১৭ পৃষ্ঠার রোশনারা আলী, ১২০ পৃষ্ঠার ড. মুজিবুর রহমান, ১২৩ মো. খালিছুর রহমান, ১১২ পৃষ্ঠার মো. তজমূল আলী, ৯৮ পৃষ্ঠার হাজী আবদুল খালিক, ৯৭ পৃষ্ঠার মো. নেছার আহমদ, ৯৯ পৃষ্ঠার তানভির আহমদ, ১১০ শ্যামল রঞ্জন চক্রবর্তী ১০১ পৃষ্ঠার মো. নূরে আলম, ১০৪ পৃষ্ঠার মো. আবদুল রশীদ, ১৩৭ পৃষ্ঠার শাহ মো. মোসাহিদ আলী, ১৩৮ পৃষ্ঠার একেএম শমিউল আলম, ১৩৯ পৃষ্ঠার শাহ ফরিদ আহমদ, ১৬০ পৃষ্ঠার মুকতাবিস উন নূর উল্লেখিত গণমান্য ব্যক্তিদের জীবনী উক্ত প্রকাশনী থেকে ‘বিশ্বনাথের শতফুল’ নামক গ্রন্থে অবিকল প্রকাশিত হয়েছে এবং উক্ত গ্রন্থে যে আইএসবিএন নম্বার দেয়া হয়েছে তা ঢাকার খান প্রকাশনীর আইএসবিএন নম্বার। যা দেখে আমার মনে অসীম ােভের সৃষ্টি হয়েছে। এ ন্যাক্কারজনক কাজের গভীর ােভ ও নিন্দা জ্ঞাপন করছি। লেখালেখি একটি সৃজনশীল মাধ্যম। এ মাধ্যমে এ জাতীয় কাজ থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। সাথে সাথে এ ব্যাপারে আমি আইনী ব্যবস্থার দিকে অগ্রসর হতে বাধ্য হচ্ছি।

Developed by: