সিলেটে শিশু হত্যার দায়ে পাষন্ডের যাবজ্জীবন দন্ড

1128সিলেটে ২ বছর বয়সী শিশুকে হত্যার অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের মেট্রোপলিটন দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত পারভেজ আহমদ (৩০)

কুমিল্লার মনোহরগঞ্জের জলিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও সিলেট মেট্রোপলিটন এলাকার আখালিয়া নয়াবাজারের মানিক মিয়ার গ্যারেজের বাসিন্দা।
জানা গেছে, তৎকালীণ কোতোয়ালি থানা এলাকার আখালিয়া নতুনবাজারে ইকবাল হোসেনের কলোনীতে ২ সন্তান নিয়ে বসবাস করতেন হবিগঞ্জের

নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের হারুন মিয়ার স্ত্রী রাহেনা বেগন। পূর্ব পরিচয়ের জের ধরে পারভেজ আহমদ তার বাসায় যাতায়াত ছিলো। ২০১০ সালের ২৬ এপ্রিল রাহেনার ২ বছর বয়সী ছেলে হৃদয়কে ঘরের মধ্যে গলাটিপে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়। পরদিন

রাহেনা বেগম বাদী হয়ে পারভেজকে আসামী করে কোতোয়ালি থানায় মামলা করেন। পারভেজ আদালতে ১৬৪ ধরায় জবানবন্দিতে হত্যাকান্ডের কথা স্বীকার করার পাশাপাশি জানায়, রাহেনার সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। ঘটনার দিন রাহেনা তার কাছে সন্তারদের রেখে অপর আরেকজনের সাথে দৈহিকভাবে মিলিত হয়েছে দেখে ক্ষিপ্ত হয়ে হৃদয়কে হত্যা করে।

এ ব্যাপারে সিলেটের মেট্রোপলিটন দায়রা জজ আদালতের পিপি মফুর আলী সত্যতা স্বীকার করে বলেন, আদালত পারভেজকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন

Developed by: