সিলেটে সিএনজি উল্টে আইনজীবীসহ ২ যাত্রী আহত

1224সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় সিএনজি অটোরিক্্রা উল্টে গিয়ে আইনজীবী ও তার সহকারী (মহুরির) গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে বাড়ি যাওয়ার পথে লালাবাজার এলাকার বরাউট নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে দক্ষিণ সুরমা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতরা হচ্ছেন- লালাবাজার এলাকার ও সিলেট জজ কোর্টের আইনজীবী এম.এ মালেক (৩৩) ও তার সহকারী (মহুরির) শহীদ মিয়া (২৮)। এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে তারা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আইনজীবী এম.এ মালেক জানান, মঙ্গলবার বিকেলে কর্মস্থল থেকে তারা নগরীর দক্ষিণ সুরমার ক্বীন ব্রীজের মুখ থেকে (সিলেট-থ-১১-৬১৪৯) নং সিএনজি অটোরিক্্রা যোগে লালাবাজার নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন। যাওয়ার সময় সিএনজি অটোরিক্্রা চালক গাড়ী খুব বেপোরোয়া গতিতে চালতে থাকে। এ সময় যাত্রীরা চালককে গাড়ী আস্তে-আস্তে চালাতে বলেন। কিন্তু চালক এ নিষেধ অমান্য করে ঘটনাস্থলে পৌছিলে তখন গর্তে গাড়ীটি পড়লে গাড়ীটি উল্টে যায়। তখন যাত্রীরা রাস্তায় পড়ে গিয়ে উল্লেখিত ২ জন গুরুতর আহত হন। এ সুযোগে চালক তাড়াহুড়া করে গাড়ীটি নিয়ে পালাতে থাকে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার এসআই পিযুষ ঘটনাস্থলে যাওয়ার আগেই চালক গাড়ী নিয়ে পালিয়ে যায়।

Developed by: