কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন ৩ আগষ্ট : সিলেট আদালতে লুৎফুজ্জামান বাবরসহ ১৩ আসামী হাজির

1126বহুল আলোচিত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন আগামী ৩ আগষ্ট । আজ বৃহস্পতিবার চার্জ গঠনের জন্য নির্ধারিত তারিখ ছিল এই মামলার। কিন্তু মামলার আসামী সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থতার কারণে হাজির না হলেও আদালতে হাজির করা হয়েছে বিএনপি’র সাবেক প্রভাবশালি প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হুজি এবং জেএমবি’র ১১ জন সহ মোট ১৪ আসামীর মধ্যে ১৩ জনকে । সিসিক মেয়রকে আদালতে হাজির না করায় চার্জ গঠনের জন্য আগামী ৩ আগষ্ট তারিখ নির্ধারণ করেছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান ।
আদালত সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের পূর্ব নির্ধারিত তারিখ ছিল ২৩ জুলাই বুধবার । ঐ দিন বিএনপি’র সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের মেয়র জিকে গৌছসহ ১৩ আসামীকে আদালতে হাজির করা হয় এবং আরিফুল হক’র পক্ষে তার নিয়োজিত আইনজীবী আদালতে সময়ের আবেদন করেন । ফলে চার্জ গঠনের তারিখ পিছিয়েছে ।
আরিফুল হক চৌধুরীর নিয়োজিত আইনজীবী মোহাম্মদ লালা বলেন ,সিসিক মেয়র আরিফুল হক অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি ।তার পক্ষে সময়ের আবেদন করা হয়েছে ।
ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান,আলোচিত মামলায় এই হত্যা মামলায় এ নিয়ে তিনবার চার্জ গঠনের তারিখ পিচেয়েছে । সকল আসামীর উপস্থিতিতে আগামী ৩ আগষ্ট মামলার চার্জ গঠন করা হবে ।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন ।

Developed by: