সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টে গোসল করতে নেমে সলিল সমাধি হয়েছে কলেজ ছাত্র দু পর্যটকের। ঈদের আনন্দ বিষাদে পরিনত হয়েছে সাথে আসা অপর ৪ জনের। পিয়াইনের স্বচ্ছ পানিতে গোসল করতে নেমে আর ওঠে আসতে পারেনি
তারা। চুরাবালিতে হারিয়ে প্রাণ হারানো দু শিক্ষার্থীরা হলো রাজধানী ঢাকার কবি নজরুল কলেজের একাদ্বশ শ্রেনীর ছাত্র আব্দুল্লাহ অন্তর (১৮) ও একই বর্ষের ছাত্র সোহাগ ঘোষ (১৭) । নিহতরা ঢাকার ওয়ারী বনগ্রাম এলাকার ফ্লাট নং ৮৪এর বাসিন্দা। আব্দুল্লাহ অন্তরের বাবার নাম মোঃ ছানা
উল্লাহ ও সোহাগ ঘোষের বাবার নাম সাকের ঘোষ। তাদের সাথে থাকা সহপাঠি তানভির আহমদ তাদের পরিচয় ও নিখোজের বিষয়টি নিশ্চিৎ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭টায় স্থানীয়ভাবে লাশ উদ্বারের চেষ্টা চলছিলো। পিয়াইনের বুকে স্রোত বেড়ে যাওয়ায় উদ্বার তৎপরতা ব্যাহত
হচ্ছে। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাউদ্দিন জানান,জাফলং ভ্রমনে আসা দু পর্যটকের প্রাণহানীর খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্বারের ব্যবস্থা নিয়েছি। দ্রুত লাশ উদ্বারের জন্য সিলেট থেকে ফায়ার সার্ভিস সদস্যদের জাফলংয়ে পাঠানো হয়েছে।