অপু বিশ্বাস। অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘লাভ ম্যারেজ’। এ চলচ্চিত্রসহ অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি-‘লাভ ম্যারেজ’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কেমন?
দর্শকরা অসম্ভব উচ্ছ্বাসিত ছবিটি নিয়ে। বেশ কিছু হলে গিয়ে দেখেছি, ছবি দেখার জন্য অগণিত দর্শক ভিড় জমিয়েছে। ছবি দেখার প্রতিটি মুহূর্তে তাদের মাঝে চাঞ্চল্য দেখা গেছে। নির্মাতা সূত্রে জেনেছি, দেশের প্রতিটি সিনেমা হল ছিল কানায় কানায় পূর্ণ। তাদের এই আগ্রহ-উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করেছে। দর্শকদের এই উচ্ছ্বাসের কারণ কী বলে মনে করেন? সমাজিক দৃশ্যপট নিয়ে এর কাহিনী। খানিকটা হাস্য-রসাত্মক ঘটনা গল্পে যোগ করা হয়েছে। আঞ্চলিক ভাষার সংলাপ শুনে অনেকেই মজা পেয়েছেন। গতানুগতিক ছবি থেকে এর চরিত্রগুলো খানিকটা আলাদা মনে হবে। শুনেছি, ছবিটি করার আগে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলেন? হ্যাঁ। ঠিকই শুনেছেন। কারণ এ ছবির প্রস্তাব দেওয়ার সময় বলা হয়েছিল; ঢাকার আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে হবে। কিন্তু আমি এ কথা বলতে অভ্যস্ত নই। সে কারণে চরিত্র ফুটিয়ে তুলতে পারব কি-না তা নিয়ে চিন্তিত ছিলাম। অনেক ভাবনা-চিন্তা আর ব্যতিক্রমী কাজের প্রয়াসে ছবিতে চুক্তিবদ্ধ হই। কিন্তু যখন কাজ শুরু করি তখন প্রতিটি ডায়লগ দিতে গিয়ে আমাকে তোতলাতে হয়েছে। তা দেখে শুটিং ইউনিটের সবাই খুব মজা পেয়েছে। সে জন্য গল্প ও চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে একধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। ছবিটি দর্শকদের ভালো লাগায় এখন মনে হচ্ছে আমার পরিশ্রম স্বার্থক হয়েছে। অন্যান্য কাজের খবর কী? শুটিং নিয়েই ব্যস্ত। এখন কাজ করছি বদিউল আলম খোকনের ‘রাজা বাবু’, শামিম আহমেদের ‘বসগিরি’, মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’, উত্তম আকাশের ‘রাজা ফোর টুয়েন্টি’, জি সরকারের ‘লাভ ২০১৪’ ও ‘মাই ডার্লিং’ ছবিতে। হ এসএম কানন