বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ড্র ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টির কারণে শনিবার ৫ম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করায় টেস্ট ম্যাচটি ড্র হয়।
গতকাল শুক্রবার চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর আজ শনিবারও বৃষ্টির কারণে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামের আউট ফিল্ড ভেজা থাকায় মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। পরে ম্যাচ আম্পায়াররা আজকের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন।