অতিথি বেশে ঘরে ঢুকে সিলেটে প্রবাসীর স্ত্রীকে হত্যা

b3dd4b75c173a33346734f4ff18f56e1সিলেটের বিশ্বনাথে অতিথি সেজে ঘরে ঢুকে এক যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী সুজনা(২০)কে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। রোববার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মা রেজিয়া বেগম (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত সুজনা একই এলাকার মৃত হাজী আব্দুর রউফ কন্যা ও যুক্তরাজ্য প্রবাসী মুরাদ আহমদের স্ত্রী।

জানা গেছে, গত ৫ মাস আগে জগন্নাথপুর উপজেলার সিরামিশি (সাতাল) গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর মুরাদ আহমদের সঙ্গে সুজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজানা মার সঙ্গেই বসবাস করছিলেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাতনামা চার ব্যক্তি আত্মীয় পরিচয়ে সুজানাদের বাড়িতে প্রবেশ করে। সেসময় তাদের একজনের হাতে ছিল মিষ্টির একটি প্যাকেট।

সুজানার মা রেজিয়া বেগম এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা (অজ্ঞাতনামা চারজন) রেজিয়ার মৃত স্বামী হাজী আব্দুর রউফের পূর্ব পরিচিত বলে জানায়। এরপর তারা ঘরে এসে বসে। এদিকে রেজিয়া বেগম তাদের আপ্যায়নের জন্য লাচ্ছি তৈরি করছিলেন। ওই সময় অতিথি পরিচয়ধারীরা তাদের সঙ্গে করে নিয়ে আসা ধারালো অস্ত্র দিয়ে রাজিয়া বেগম ও তার মেয়ে সুজানা বেগমকে কুপিয়ে আহত করে।

এসময় সুজিনার ভাই জহির উদ্দিন (১২) ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতে সুজানা বেগমের মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান, এ ব্যাপারে তাৎক্ষনিক কিছু বলা যাচ্ছে না। তবে, যে প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়েছিল-ওই প্রবাসী যুক্তরাজ্যে আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। তিনি জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় কোন মামলা বা কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Developed by: